শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

ফাগুণের আগুন


ফাগুণের আগুন


ফাগুন এসছে আবারো
ঝির ঝির হাওয়ার তালে
হিন্দোলিত প্রকৃতি-
গোধূলী তা বলে দেয়

শীতের জড়তা গেছে চলে
আনন্দের বন্যা বইছে
ধরণীর বুকে নতুন রূপে
আমি কই?

যৌবনের গান গাওয়া হলো না
স্তব্ধ, নিস্তব্ধ, যেন মৃত-
তবু আগামীর চেতনায়
গান আমায় গাইতে হবে

ভরসা একটাই
চিরন্তন আগামী ভবিষ্যত
না পাওয়ার দুঃখে ভেজেনা
চোখ, সাধনা তব আগামীর

আগামীর ফাগুন যেন আসে
ফাগুনের আগুন নিয়ে
যে আগুন শুধু জ্বালাবে সারা বিশ্ব

খালিশপুর, খুলনা
১৭ ফেব্রুয়ারি ১৯৮৬ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: