শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

বাস্তবতার কষাঘাতে


বাস্তবতার কষাঘাতে


সন্ধ্যার তীরে শুয়ে থাকা
দূরন্তবালক র্দূবার
টানছে আজি ঘাণির চাকা
বলছি যাকে আমরা- সংসার

বটবৃক্ষের নেইতো ছায়
রোদ ঠেকানোর একগোছা চুল
বাস্তবতার কষাঘাতে ভাবুক হৃদয়
দেখছে কেবল হলদে রংয়ের সরষে ফুল

বলবে সে আজ কেমন তরো
দুঃখির কথা দরদ দিয়ে
ক্ষুধার জ্বালায় নিজেই সে আজ জড়োসড়ো
বউ বাচ্চা সকল নিয়ে

খুলনা
২৯ মার্চ ১৯৮৬ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: