শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

শান্তনার কুহক


কেমন করে কখন আমায় ডেকেছিলে- মনে আছে কি
বুকের মাঝে কড়া নেড়ে চলে গেলে- বুঝতে পার কি
রক্ত ভেজা হৃদয়টা আজ কেমন আছে- ভাবতে পার কি
মান-অভিমান ছিলো না তো- এমন কেন হলো
আমার কাছে তোমার চাওয়ার- কি এমনটা ছিলো?

লক্ষ যোজন দূরে থেকেও- থাকবে আমার কাছে
হয়ত তোমার কায়া কভু- আসবে না আর কাছে
তবু তোমার ছায়া আমি- দেখবো আমার পাশে
নতুন করে তোমায় নিয়ে- হবে না আর গল্প
শান্ত যদি হতে পার- সেইটেই বা কি অল্প!
নতুন ধানে পাব না আর- মাটির সোঁদা গন্ধ
মাঠের মাঝে রইবো না আর- দরজা হবে বন্ধ
জানালাটা খুলবো না আর- গতি হবে রুদ্ধ
লীলাময়ীর লীলা খেলা- হবে যে আজ বদ্ধ
হেয়ালীটা অনেক হল- বন্ধ কর রঙ্গ
কুহক রাতের কুহক মেলা- হবে এবার ভঙ্গ\

ঢাকা
২৮১৪১৫ ফেব্রুয়ারি ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: