শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

দেখা না দেখা


দেখা না দেখা


বিভাবতি আজ ভিক্ষা করে
আরিচার ঘাটে-
তাকে আমি চিনেছি,
আমায় সে দেখেনি

জানিনা ফুটফুটে মেয়ে
কমলা দেবী কোথায়?
পতিদেব নিরুদ্দেশ
সেই সাতচলি­শ থেকে

বিভাবতি একা- চলে সংসার
কথা বলতে সাহস পাইনা
এড়িয়ে যাই, সে আমায় দেখেনি

তার সুন্দরী কমলা দেবী,
সবাই বলতো রাধা
কেউ কেউ হিংসে করত
তাকেও সে দেখেনি- কোন দিন

তবু চলছে তার সংসার
আমরা শুধুই দেখছি
আপনজনেরা

নাখালপাড়া, ঢাকা
০৬০১৩৮ আগস্ট ১৯৮৬ খৃষ্টাব্দ
il� ~ l i 07 �. so-hansi-font-family:"Times New Roman"'>খুলনা
১৭ ফেব্রুয়ারি ১৯৮৬ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: