শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

প্রিয়ার লাগি


প্রিয়ার লাগি


মনে পড়বে
দেখতে চাইবো বারংবার
দাও দেখা প্রিয়া
দেবী, তুমি কোথা?

করিতে বন্দনা
প্রয়োজন প্রিয়া, নাহলে
বন্দনা হবে, স্বীকৃত হবে না
-তোমার দাবী

চাই তাকে, দিতে হবে
দেবী, তোমা হতে পূণ্য,
আমার মানসে, পুজা বাধ্যকতা
সে আমার প্রিয়া

দেবতা বিনে হয় না
দেবী, তুমি স্বর্গের
আমি মর্তের
তুল্য না হতে পারে

ভাব রাধায়
শোন কৃষ্ণের বাঁশির সূর
একটি বারও কি শুনতে
মন চায়না?

দেবী পুষ্পাঞ্জলি দেব
তব পদতলে
দাও তবে
মোর প্রিয়াকে ফিরায়ে

রক্ত উষ্ণ
তোমারই হবে ক্ষতি
পুজারী তোমারী সনে
করুনা প্রার্থী

নহে এ প্রার্থনা রূপিবে
আক্রোশে, দেবাসন ছিন্ন করি
উঠিবে সে হিংস্র রূপে,
বিদ্রোহী সম

পুজিতে তোমায় দেবী
তাকে দিতে হবে ফিরায়ে,
নহ কি তুমি নারী, নেই অনুভূতি
ভালোবাসা, অমৃত?

কোন্ সে দেবতা
হিংস্র রূপে তোমার সনে, কেন
এত পাষন্ড দেবী; করুনা মাগী
ভিখারী আমি

মর্তবাসী জাগো, ভেঙ্গে ফেলো
দেবীর আসন, ছিন্ন কর দেবতার
শৃংখল; ভয় নাই
অসুর দেবে শক্তি, ইবলিশ দেবে
মন্ত্রবল, রুখিতে হইবে- যাহারা
করিছে অযথা শাসন
দেয়না করুনা
নেই কোন ভালোবাসা

ধিক সে দেবতার- দেবাসনের
রয়েছে অসুর তোমাদের সাথে
মথিয়া আজি
তুলিতে অমৃত- 
            সাগর পানে
            করি বিদ্রোহ
            শুধু তোমারই লাগি
            প্রাণ প্রিয়া

গুলশান, ঢাকা
০৯ জুন ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: