শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

চারা গাছ


চারা গাছ


শিমুল- একটি ছোট্ট চারাগাছ
বর্ষা পেরিয়ে
শর-হেমন্ত, শীত-বসন্ত
ক্রমাগত
মৃদুমন্দ বাতাস, হিন্দোলিত পাতাবাহার
ক্রমাগত বসন্ত শরীরে ফোটে কাঁটা
যৌবন দীপ্ত গ্রীষ্মে- তৃষ্ণার্ত যুবতী
বর্ষায়- বিনম্র লাজুক বধুয়া
তরতর, সরসর- দখিনা হাওয়া
হানে আঘাত কাল বৈশাখী
বিধ্বস্ত- ভেঙ্গে গেছে হাত
নেই প্রাণষ্ফুরণ
ফাগুন এলেও নেই শিমুল
পলাশও নাজুক- শোকে কাতর
মিনার হয়নি লাল, কৃষ্ণচুড়া
কোথায় যেন হারিয়ে যায়
শিমুল- ছেলে বেলায় ছিল
যৌবনে বিধ্বস্ত
হিংস্র হায়না আসে বারংবার;
কেড়ে নেয় প্রাণসঞ্চারী চির বসন্ত।

তেজগাও, ঢাকা
২৩ ফেব্রুয়ারি ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: