শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

আমাতেই আমি


আমাতেই আমি


আমাতেই আমি
সীমাবদ্ধ হয়ে পরেছি
সেই অনেক আগেই

ক্লান্ত চন্দ্রমুখ দর্শনে
আরো নিরাশ হই
পূর্ণিমার আলো বিনষ্ট

খোলা আকাশে চাঁদ
পাবেনা দেখা
যেন হাজার ব্যারিকেড

তুমি আমি আজ
মানব শিকল
ঠোকাতে প্রকৃতি

তৃষ্ণার্ত আমি
একটিবার সুধাপানে ইচ্ছুক
প্রকৃতি বিরান
আমি মৃতব, তথাপি
যান্ত্রিক গতি সম্পন্ন
আমি, নতুন এক আমি
আমাতেই বিলীন আমি

জিন্দাবাহার, ঢাকা
০৯১৯১২ ডিসেম্বর ১৯৮৭ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: