শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

দ্বগ্ধ


দ্বগ্ধ


ওরা আমায় ডাকে না
দেয়না ভালবাসা
অথচ আমি চাই শিশির সিক্ত
এক টুকরো কাপড়

প্রশান্তির কামনায় আমি
অপেক্ষা করি ফাগুনের শেষাবধী
তবুও ধুলিকনা জোটে না

বড্ড অসহায়
বিভাবতীর কথাই মনে হয়
শিশির ভেজা রাতে খড়ে জ্বালানো
আগুন, আমাকে তপ্ত করে না
ঠান্ডা খেজুর পানীয় আমায়
করেনা সিক্ত, বসন্তের মৃদু সমীরণ
আমায় দেয়না প্রশান্তি
ভালবাসা পাইনা,
কেবলই চৈতি হাওয়ার প্রখরতা
দগ্ধ হতে হয় প্রতিনিয়ত
একাকী নিঃসংগ।

জিন্দাবাহার, ঢাকা
১৫১২৪৫ ফেব্রুয়ারী ১৯৮৮ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: