শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

অনুভূতির শিহরণ


অনুভূতির শিহরণ


পাখ পাখালীর দেশ থেকে
দূরে বহু দূরে
থমকে দাড়িয়ে দেখি আমি
আম নারকেল আর আমলকির গাছ

স্নেহের তপ্ত ভান্ডার
ঝরে অবিরাম আষাঢ়ের মেঘ
পুকুর পানি হীন নয়
তবুও নির্লিপ্ত মন, উদাস গগণ

কপোল ভিজে যায়
অবারিত জল সিঞ্চনে
উদাস আকাশ শান্তনা দেয়
হারিয়ে যাই শৈশবে, সুদূর দক্ষিণায়

বিহ্বল আমি
ধরলা তিস্তার দেশে
নিজেকে পেয়ে অনেকের মাঝে
একাকী নয়- হাজারো মানুষের ভীরে

খেদাবাগ, লালমনির হাট
১৩০৮২০ মে ১৯৮৮ খৃষ্টাব্দ


কোন মন্তব্য নেই: