শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

লীলাময়ের ছেলেখেলা


হাসতে তুমি জানোনা- ভুললে কেমন করে
সিথির গতি আঁকা-বাঁকা- হলো কেমন করে
নাম না জানা ফুলের মালা- গাঁথলে কেমন করে
জানতে তুমি কখনো কি- মোদের দেখা হবে
হাসবো মোরা দুজন মিলে- কখন কোথায় কবে
নয়ন ভরে দেখবো আমি- অবাক তুমি হবে
কুÊল যখন ঝুলবে হেথায়- শুনবে কেমন করে
হেসেই আমি কুটি কুটি- জানবে কেমন করে
লীলাময়ের ছেলেখেলা- বুঝবো কেমন করে?

ঢাকা
০২০০৪৫ ফেব্রুয়ারি ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: