শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

সন্ধ্যা থেকে ধরলা


সন্ধ্যা থেকে ধরলা


আকাশ ছোঁয়া সুপারী আর
আম-জাম, দারুচিনির গাছ
পত্র পল­বের আড়ালে
উঁকি দেয় রবি মামা

অবাক আমি
সুদূর দক্ষিণ থেকে এসে
ধরলার দেশে, এ কোন শৈশব
করি আবিষ্কার- নতুন করে!

হারানো দিনের স্মৃতিতে
আমি বিলীন হতে চাই
পশ্চিমা হাওয়া আমায় ডাকে
সন্ধ্যা আর ধরলা যেন দৃঢ় বন্ধন

আমায় ডাকে গৌড়, সোনারগাঁ
আর চন্দ্র দ্বীপের রাজ্যপাল
আমি নিজে বিহ্বল, বাংলার
অপরূপ সৌন্দর্যে বিলীন অস্তিত্ব

হারানোর ভয় নেই আর
নিশ্চিন্তেদীর্ঘশ্বাস ফেলি

খেদাবাগ,লালমনিরহাট
১৩০৮২৫ মে ১৯৮৮ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: